পাবিপ্রবির নবনির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন
পাবিপ্রবির নবনির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন
মিরাজুল মহিন : মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ডরমিটরি ভবন ইছামতি ও যমুনা উদ্বোধন করা হয়। পাবনা -৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুপুরে গোলাম ফারুক প্রিন্স এমপি ক্যাম্পাসে পৌছালে শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন। এরপর তিনি উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে নবনির্মিত ডরমিটরি ভবন ইছামতি ও যমুনা উদ্বোধন করেন।
উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর আওয়াল কবির জয়, ডিনদের মধ্যে সাইফুল ইসলাম, ড.আব্দুল আলীম, রাশেদ কবির, ছাত্র উপদেষ্টা হাসিবুর রহমান, সিনিয়র শিক্ষকদের মধ্যে ড. হাবিবুল্লাহ, কিসলু নোমান, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্মসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মোনাজাত করা হয় ।


Comments
Post a Comment