পাবনায় বন্দুকযুদ্ধে কুখ্যাত সন্ত্রাসী জাসদ নেতা নিস্তার নিহত

পাবনা ১৫ ফেব্রুয়ারি ॥ গতকাল আমিনপুর থানার ঢালারচরে পুলিশ-সন্ত্রাসী ত্রিমুখী বন্দুকযুদ্ধে জাসদ নেতা নিস্তার বাহিনীর প্রধান কুখ্যাত সন্ত্রাসী জাসদ নেতা নিস্তার হোসেন ওরফে নিজাম উদ্দিন নিহত হয়েছে। বুধবার ভোর রাতে ঢালারচর ইউনিয়নের দড়িরচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
 
নিস্তার হোসেন পাবনা সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ি জেলার বিভিন্ন থানায় পুলিশ হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ ২৫টি মামলা ছিল। নিহত নিস্তার ওরফে নিজাম উদ্দিন সদর উপজেলার খাসচর বলরামপুর গ্রামের মৃত এছেন আলীর ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে দড়িরচরে চরমপন্থীদের দুটি দলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে হটিয়ে দিতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও চরমপন্থীদের দুটি দলের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে নিস্তার হোসেনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ওসি তাজুল হুদার দাবি, বন্দুকযুদ্ধে পুলিশ কনষ্টেবল বেলাল হোসেন, জয়েন উদ্দিন ও রমজান আলী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত নিস্তার ওরফে নিজাম সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের খাসচর বলরামপুর গ্রামের মৃত এছেন আলীর ছেলে। তিনি চরমপন্থি সর্বহারা দলের আঞ্চলিক নেতা ছিলেন এবং তার নামে নিস্তার বাহিনী গড়ে তোলা হয়। ওসি আরো জানান, চরমপন্থী সন্ত্রাসী নিস্তার বাহিনীর প্রধান জাসদ নেতা নিহত নিস্তার পাবনার ঢালারচরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তার নামে পাবনা সদর, আমিনপুর ও সুজানগর থানা এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় পুলিশ হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ ২৫টি মামলা ছিল। নিস্তার পাবনা সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে সে পাবনা জেলা জাসদের সাধারন সম্পাদক হাবিবুল ইসলাম মিন্টুর গ্রামের বাড়ি ও আলোচিত সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র মিরুর বাড়িতে অবস্থান করতেন। সম্প্রতি সাংবাদিক শিমুল হত্যার পরে তিনি শাহজাদপুর থেকে সুজানগর উপজেলার পদ্মাতীরে নাজিরগঞ্জে আশ্রয় নেয়। এ বিষয়ে জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা জানিয়েছেন, নিস্তার হোসেন পাবনা সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক। তবে তার এসব অপকর্মের জন্যে গত ৩দিন পূর্বে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিস্কার করা হয়। নিস্তার নিহতের খবর ভোরবেলা জানাজানি হলে তার গ্রামের সাধারণ মানুষ তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানিয়েছেন, নিস্তার খুবই ধুরন্ধর ও দূর্ধর্ষ সন্ত্রাসী ছিল। তাকে ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে তৎপর ছিলো। 

 Posted By : t.com/">Blogger Miraz

Comments